পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আঁধার নাম্বার যুক্ত করার শেষ সময়সীমা জানিয়ে দিল কেন্দ্র। আর মাত্র তিন দিন, এর মধ্যে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নম্বর যুক্ত করা না থাকলে পিএফ টাকা জমা বন্ধ হতে পারে। এমনকী অবসরের পরেও পিএফ-র জমা টাকা তুলতে অসুবিধার মুখে পড়তে পারেন চাকরিজাবীরা, এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে পিএফ-এর সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ করে ফেলতে হবে।
এর আগেও বেশ কয়েকবার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। যদিও ওই সময়সীমার মধ্যেও একটি বড় অংশের কর্মীদের আধার সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়নি। যার জেরে বেশ কয়েকটি কর্মচারী ইউনিয়নের দাবি মেনে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়েছে। গতবার কেন্দ্রের তরফে ১৫ নভেম্বর শেষ তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। এদিন ফের একবার সময়সীমা বাড়ানো হল।
জানা গিয়েছে, কয়েকটি ক্ষেত্রের জন্য আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। বিড়ি, নির্মাণ, চা, কফি, পাট, কাজু বাদাম শিল্পের কর্মচারীদের জন্য সময় বাড়ানো হয়েছে। উল্লেখ্য, উত্তর-পূর্বের সব বাসিন্দাদের জন্যও এই সময় বাড়ানো হয়েছে।
Comments are closed.