মধ্যবিত্ত চাকুরিজীবীর চিন্তা বাড়িয়ে কমল ইপিএফে সুদের হার, ৮.৬৫% থেকে কমে হল ৮.৫%

ফের মধ্যবিত্ত চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ, ইপিএফে কমল সুদের হার।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ঘোষণা, ৮.৬৫ থেকে ৮.৫ শতাংশ করা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের হার। নয়া সুদের হার এক ধাক্কায় ০.১৫ শতাংশ কমায় ৬ কোটি চাকুরীজীবী প্রভাবিত হবেন।
গত আর্থিক বছরে ইপিএফে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। বুধবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, তা হবে ৮.৫ শতাংশ। ইপিএফও চলতি আর্থিক বছরে ৮.৫ শতাংশ হারে ইপিএফে সুদ দেবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। অর্থাৎ, ১৫ বেসিস পয়েন্ট বা ০.১৫ শতাংশ হারে ইপিএফে সুদের হার কমাল কেন্দ্র। দেশের ৬ কোটির বেশি অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সঞ্চয়ে বড়সড় কোপ পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Comments are closed.