সংসদে সোমবার থেকে শুরু শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনেই দেশবাসীকে করোনার নয় প্রজাতি ওমিক্রন নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোভিড বিধি নিষেধ মাথায় রেখেই সংসদে বসেছে অধিবেশন। প্রতিটি সাংসদকে কোভিড পরীক্ষা করে আসতে হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক।
এদিন অধিবেশন শুরুর প্রথমেই মোদী বলেন, সরকার সব আলোচনার জন্য তৈরি। সওয়াল চলুক শান্তিও বজায় থাকুক। তিনি আরও বলেন, এটি সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন। দেশের নাগরিকরা একটি ফলপ্রসূ অধিবেশন চায়। তাই সাংসদদের উচিত যথাযথভাবে দায়িত্ব পালন করা।
উল্লেখ্য, এই অধিবেশনে প্রায় ৩০ টি বিল পেশ করার কথা আছে মোদী সরকারের। এর আগের অধিবেশনে পেগসাস ইস্যু থেকে শুরু করে কৃষি বিল নানা বিষয়ে বারবার মুলতুবি হয়েছে সংসদের উভয় কক্ষ। তাই এইবার সুষ্ঠুভাবে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র।
Comments are closed.