ট্যুইট করে বিজেপি ছেড়েছিলেন। এবার তৃণমূলের মঞ্চে দেখা গেল অভিনেতা তথা একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জিকে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের সভামঞ্চ থেকে উপস্থাপক এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন অভিনেতা। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও প্রকাশ্যে কিছু জানাননি।
সোমবার বাসন্তী ব্লকের মসজিবাটিতে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। ওই একই মঞ্চে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে পাঁচ বিধায়কও উপস্থিত ছিলেন। ছিলেন বিধায়ক শওকত মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও শ্রাবন্তী তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, আমি বাংলার মেয়ে। বাংলার জন্য কাজ করতে চাই। আমায় আপনারা আপন করে নিন।
উল্লেখ্য, ১ মার্চ ২০২১ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। একুশের নির্বাচনে পদ্ম শিবির তাঁকে প্রার্থী করে বেহালা পশ্চিম থেকে। তবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে পরাজিত হন। যদিও নির্বাচনের পরে বিজেপির কোনও দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। সম্প্রতি বিজেপি ছাড়ার পরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। আর এদিন তৃণমূলের মঞ্চে উপস্থিত থেকে সেই জল্পনাকেই কার্যত সত্যি করলেন শ্রাবন্তী।
Comments are closed.