বাদল অধিবেশনের জের। রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ১২ জন সাংসদকে। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। পুরো শীতকালীন অধিবেশনে এই ১২ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
বাদল অধিবেশন চলার সময় এই ১২ জন সাংসদের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা তৈরী করার অভিযোগ ওঠে। সংসদের বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি করারও অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
শান্তা ছেত্রী এবং দোলা সেন ছাড়াও এই তালিকায় ছিলেন অর্পিতা ঘোষ, সিপিএম সাংসদ এলামারাম করিম, কংগ্রেসের সাংসদ ফুলো দেবী, ছায়া বর্মা, আর বোরা, রাজামণি প্যাটেল, সৈয়দ হুসেইন, অখিলেশ প্রসাদ সিংহ, সিপিআইয়ের বিনয় বিশ্বম এবং শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেসাই। এরমধ্যেই তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছে। তাই তিনি এই শাস্তির বাইরে।
অন্যদিকে, এদিন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদে পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। সোমবার বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই এই আইন প্রত্যাহার করল কেন্দ্র।
এবারের অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের।
Comments are closed.