টুইটারের সিইও পদ থেকে জ্যাক ডরসি পদত্যাগ করতেই তাঁর জায়গায় নিয়োগ করা হল ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে। ২০১৫ সালে ট্যুইটারের সিইওর দায়িত্ব নিয়েছিলেন জ্যাক ডরসি। সেই থেকে এই মাইক্রো ব্লগিং সাইটকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন ডরসি। পরাগ আগরওয়াল এর আগে ছিলেন টুইটারের সিটিও পদে। এখন তিনি সিইও। কিন্তু কে এই পরাগ আগরওয়াল? জেনে নেওয়া যাক।
১৯৮৩ কী ৭৪ সালে মুম্বই শহরে জন্ম পরাগের। তাঁর বাবা ছিলেন ভারতীয় পরমাণু শক্তি বিভাগের একজন সিনিয়র কর্তা এবং মা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা।
পরমাণু শক্তি সেন্ট্রাল স্কুলেই পড়াশোনা পরাগের। সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের সহপাঠী ছিলেন পরাগ। ২০০১ সালে তুরস্ক অলিম্পিয়াডে আন্তর্জাতিক পদার্থবিদ্যায় সোনা জিতেছিলেন তিনি। এরআগে ২০০০ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৭৭ স্থান পেয়েছিলেন। B.Tech করার পর ২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে আইআইটি বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। এরপরেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে PhD করার জন্য বিদেশ চলে যান তিনি।
২০১১ সালে টুইটারে ডিস্টিনগুইশড সফটওয়ার ইঞ্জিনিয়ার পদে কাজ শুরু করেন তিনি। এরপর টুইটার ২০১৭ সালে তাঁকে chief technology officer (CTO) পদে বসায়। টুইটারে কাজ করার আগে তিনি মাইক্রোসফট রিসার্চ এবং ইয়াহুতে কাজ করেছিলেন।
এর আগে দেশের মুখ আলো করেছেন অনেক ভারতীয় বংশোদ্ভূত । পেপসিকোর ইন্দ্রা নুয়ি, মাইক্রোসফটে সত্য নাদেলা, গুগ্লের সুন্দর পিচাইরা। সোমবার, ২৯ নভেম্বরের পর সেই তালিকায় যোগ হল পরাগের নাম। যাঁর জন্য গর্বিত ভারতীয়রা।
Comments are closed.