রাত পোহালেই কলকাতায় পুরভোট। যদিও শেষ মুহূর্তেও হাল ছাড়তে নারাজ গেরুয়া শিবির। হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ হওয়ার পর শনিবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। জানা গিয়েছে, মালাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে এই মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর আবেদন মামলাটি শোনে। দু’পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ বিজেপির কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জানান, রাজ্যপুলিশ ভোটের নিরাপত্তা নিয়ে যে পরিকল্পনা করেছে তাতে সন্তুষ্ঠ আদালত। এই আবহে কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। সেই সঙ্গে রাজ্য নিবার্চন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দেয়, ভোটারদের মনোবল ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে কমিশনকে। ভোটে কোনও অশান্তি হলে তার দায়ী নিতে হবে নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনকে।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য বিজেপি। যদিও সেখানে ফয়সালা না হওয়ায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল গেরিয়া শিবির। এখন দেখার ভোটের ঠিক আগের মুহূর্তে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় কিনা ?
Comments are closed.