তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে ৩ গুন, ট্যুইটে দাবি করলেন মুখ্যমন্ত্রী 

তৃণমূল সরকারের আমলে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রায় তিন গুণ কর্মসংস্থান বেড়েছে। বুধবার ট্যুইট করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যে কর্মসংস্থান বাড়াতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যবাসীকে এটা জানাতে পেরে খুশি হচ্ছি যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থান তৈরিতে নতুন উচ্চতা ছুঁয়েছে রাজ্য। 

টাটা কনসালটেন্সি ফার্ম এখনও পর্যন্ত রাজ্যে ৫০ হাজার জনকে চাকরি দিয়েছে। ২০১১ সাল পর্যন্ত যেখানে মাত্র ১৫ হাজার নিয়োগ হয়েছিল। বর্তমান সরকারের আমলে যা তিন গুণ বেড়েছে। ট্যুইটে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য তৃতীয়বার ক্ষমতায় ফিরে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষেই রাজ্যে শিল্প আনতে উদ্যোগী হয়েছে রাজ্য। একাধিক সভা থেকে শিল্পকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমিন্ত্রী। রাজ্যের শিল্প নীতিতেও একাধিক রদবদলও করা হয়ে হয়েছে। রাজ্যের কর্ম সংস্থান নিয়ে এদিন ফের বার্তা দিলেন তিনি। 

Comments are closed.