সম্ভবনাই সত্যি হল। দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়রের চেয়ারে বসছেন ফিরহাদ হাকিম। এদিন রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র হিসেবে ববি হাকিমের নাম প্রস্তাব করেন। এবং দলের বাকি নির্বাচিত কাউন্সিলরা সেই প্রস্তাবে সমর্থন জানান। এছাড়াও গত বারের মতোই পুরসভার চেয়ারম্যান হচ্ছেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কাউন্সিলর মালা রায়। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ।
পাশাপাশি মেয়র ইন কাউন্সলি হিসেবে অতীন ঘোষ সহ ১৩ জনের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মেয়র ইন কাউন্সিল হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন, দেবাশীষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, বাবু বক্সী, বৈশানর চ্যাটার্জি, সন্দীপন সাহা প্রমুখ।
মেয়র নির্বাচনের পাশাপাশি এদিন নব নির্বাচিত কাউন্সলিরদের একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জয়ী নির্দল প্রার্থীদের উদ্দেশ্যেও তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। জয়ী নির্দল প্রার্থীরা প্রত্যেকেই বলেছিলেন, তাঁরা তৃণমূলে যোগ দিতে চান। যদিও তৃণমূলনেত্রী এদিন সাফ জানিয়ে দেন, নির্দল কাউন্সিলরদের এখনই দলে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর মন্তব্য, কয়েকজন ভেবেছিলেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নির্দল হিসেবে দাঁড়িয়ে জয়ী হলে তৃণমূলে ফিরে আসবেন। কিন্তু এখনই তাঁদের দলে নেওয়া হচ্ছে না।
Comments are closed.