মানুষের সখ বিচিত্র রকমের। আর যদি সখের বিষয় হয় বই, তাহলে তো আর কথাই নেই। কেউ পছন্দ করেন বই সংগ্রহ করতে, কেউ পড়তে কেউ বা নিজে পড়ার পাশাপাশি অন্যকেও পড়তে উৎসাহিত করে।
আর এর জন্য দেখা যায় তাদের নিজস্ব কিছু পন্থা। যেমন বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কথা বলা যাক। সেখানে সেলুনের দেওয়ালে তৈরি করা হয়েছে বইয়ের সেলফ। মুক্তাগাছা পুরসভার ভিতরে ২০টি সেলুনে রয়েছে এমন মিনি গ্রন্থাগার।
যাঁরা চুল-দাড়ি কাটাতে আসছেন, তাঁরা সেলফ থেকে বই নামিয়ে পড়ছেন। আর পুরো বিষয়ে সাহায্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।ইন্টারনেটের এই যুগে কেউ বইয়ের প্রতি মানুষের উদাসীনতা সত্ত্বেও অনেকেই চুল কাটাতে এসে অপেক্ষার সময়টা এখানে বই পড়ে কাটান। অনেকেই আবার শুধু মাত্র বই পড়ার উদ্দেশ্যেই এখানে আসে। খাতায় নাম লিখিয়ে নিয়ে যেতে পারে বাড়িতেও। লাইব্রেরিটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও বিভিন্ন লেখকের ৩০০ এর বেশি বই।
Comments are closed.