দুর্ঘটনার মূল কারণ জানতে এসেছি, প্রধানমন্ত্রী বিষয়টিতে নজর রাখছেন, ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বললেন রেলমন্ত্রী
আমি এখানে এসেছি এই দুর্ঘটনার মূল কারণ জানার জন্য। প্রধানমন্ত্রী বিষয়টির উপর নজর রাখছেন। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। শুক্রবার সকালে ময়নাগুড়িতে গিয়ে একথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার পর শুক্রবার সকালে ময়নাগুড়িতে যান রেলমন্ত্রী। ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, রেললাইনে কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। রাতভর উদ্ধারকাজ চলে। ভোরের ঘন কুয়াশাতেও উদ্ধারকাজ চালান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল-এর জওয়ানরা। ঘটনায় কমপক্ষে সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু।
আহতদের মধ্যে কয়েক জনকে স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
Comments are closed.