জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারীর আনা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়প্রকাশকে উদ্দেশ্য করে সুকান্ত বলেন, কেন বরখাস্ত করা হল তা নিয়ে উনি আমাদের কাছে কিছু জানতে চাননি। উনি মিডিয়ার কাছে জানতে চেয়েছেন। মিডিয়াই তার উত্তর দেবে।
এখানেই না থেমে বালুরঘাটের সাংসদ আরও বলেন, কেন বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে ব্যাপারে ওঁর জানার এক্তিয়ার আছে বলে আমার জানা নেই। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিজেপি কর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
উল্লেখ্য, রবিবার রাজ্য বিজেপির দুই বিক্ষিপ্ত নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করে রাজ্য বিজেপি। এনিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জয়প্রকাশ। বরখাস্ত করার সিদ্ধান্ত প্রসঙ্গে জয়প্রকাশ বলেন, নির্দিষ্ট কোনও অভিযোগ নেই, বলা হল শৃঙ্খলাভঙ্গের অভিযোগের জবাব দাও। আসলে তদন্ত, বিচারের আগেই শাস্তিটা হয়ে গিয়েছে। মিডিয়ার কাছ থেকে জানলাম আমাকে নোটিস দেওয়া হয়েছে, আমি পাইনি। স্পিড পোস্টে আজ সকাল ১১টায় আমি শৃঙ্খলাভঙ্গের চিঠি পেয়েছি! আয়নায় তাকিয়ে বলতে হবে, শৃঙ্খলাভঙ্গ কে করল?
সেই সঙ্গে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তীব্র কটাক্ষ করেন জয়প্রকাশ। এবার এনিয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Comments are closed.