বৃহস্পতিবার কলকাতা পুরসভায় যে পেনশন বন্ধের নোটিস টাঙানো হয়েছিল, তা সম্পূর্ণ ভুল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও পুরসভায় টাকার সঙ্কট রয়েছে একথাটি স্বীকার করে নিয়েছেন তিনি।
এদিন পুরসভার টাউনে হলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ওই বৈঠকেই পেনশন বন্ধের নোটিস নিয়ে উত্তর দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন। যাঁদের পেনশন পাওয়া নিয়ে কিছু অফিসিয়াল কাজ বাকি রয়েছে, তাঁদের একটু দেরি হচ্ছে। নোটিস প্রসঙ্গে তিনি বলেন, কে নোটিস দিয়েছে, তদন্ত হচ্ছে। কমিশনারকেও জানানো হয়েছে বিষয়টি। তাঁর দাবি, ১০০০ কোটি টাকার ক্রাইসিস আছে কলকাতা পুরসভার। কিন্তু তার মানে এই নয় যে পেনশন বন্ধ করে দেব।
উল্লেখ্য পেনশন বন্ধের নোটিসের কথাটা প্রকাশ হতেই শোরগোল শুরু হয়ে যায়। পেনশন বন্ধের প্রতিবাদে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ গায়ে ব্যানার লাগিয়ে পুরসভায় প্রবেশ করে। এদিন তিনি বলেন, দরকার হলে কাউন্সিলরদের বেতন বন্ধ করে দেওয়া হোক। কিন্তু পেনশন কোনওভাবে বন্ধ করা যাবে না।
Comments are closed.