কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ডেকে পাঠালো ইনফোর্সমেন্ট ডিরেক্টরট। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির সদর দপ্তরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর এমনটাই।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটককে তলব করে ইডি। যদিও সেই সময় আইনমন্ত্রীর তরফে ইডি’র আধিকারিকদের জানানো হয়, যেহেতু করোনার তৃতীয় ঢেউ চলছে গোটা দেশ জুড়ে, এই পরিস্থিতিতে রাজ্য ছেড়ে তিনি দিল্লি যেতে পারবেন না। তদন্তকারীদের কথা বলার হলে, তাঁরা যেন পশ্চিমবঙ্গে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে জানা গিয়েছে, আইনমন্ত্রীর সেই আর্জিকে মান্যতা দেয় নিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই প্রথম নয়, দেড় মাস আগেও একবার এই মামলায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই সময় তিনবার তাঁকে নোটিস দেওয়া হয়। তারপর ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, প্রথমবার জিজ্ঞাসাবাদের পর তদন্ত বেশ কয়েকটি নতুন তথ্য উঠে এসেছে। অনেককে জিজ্ঞাসাবাদের সময় আইনমন্ত্রীর নাম পাওয়া গিয়েছে। তাই আরেকবার মলয় ঘটকের সঙ্গে তদন্তকারীরা কথা বলতে চান। সেই কারণেই ৮ ফেব্রুয়ারি বেলা ১১ টার মধ্যে মলয় ঘটককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.