এসএসসি নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কয়েকঘন্টার মধ্যেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ। কিন্তু এদিন সেই নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন নির্দেশ দেন আগামী দু-সপ্তাহ এই সংক্রান্ত কোনও মামলার শুনানি সিঙ্গেল বেঞ্চ করতে পারবে না। পাশপাশি এদিন সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশেও স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।
এসএসসি নিয়োগের দুর্নীতির মামলায় তদন্তের জন্য আদালত একটি অনুসন্ধান কমিটি গঠন করে দিয়েছিল। ১৫ ফেব্রুয়ারি আদালতের সামনে ওই কমিটির রিপোর্ট পেস করার কথা ছিল। কিন্তু এদিন কমিটির তরফে কেউ আদালতে হাজির ছিল না। যার জেরেই ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আদালত অবমাননার অভিযোগের পাশাপশি কমিটি ভেঙে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন জাস্টিস গাঙ্গুলি। সিবিআইকে তিনি নির্দেশ দেন আজ থেকেই কমিটির কাছ থেকে তদন্তের সমস্ত নথিপত্র নিয়ে নিতে।
কিন্তু কয়েকঘন্টার মধ্যেই ননাটকীয় মোড় নেয় ঘটনাক্রম। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দশে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
Comments are closed.