জনপ্রিয় টিভি-শো সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় ধনকুবের বিচারকদের পারিশ্রমিক জানেন? টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনারও
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। নিজেদের উদোগ্যে হাজার হাজার কোটি টাকার কোম্পানি তৈরি করেছেন এমন ৭ জন ধনকুবের উদ্যোক্তা সার্ক ট্যাঙ্কের বিচারকের আসনে থাকেন। দেশের উঠতি উদ্যোক্তারা নিজেদের বিজনেস আইডিয়া নিয়ে ৭ জন সার্কের কাছে আসেন।পরিকল্পনা পছন্দ হলে ৭ জন সার্ক নতুন কোম্পানিগুলিতে বিনিয়োগ করে থাকেন। জাজেস প্যানেলে ‘ভারত-পে’ থেকে শুরু করে ‘লেন্সকার্ট’র মতো হাজার কোটি মূল্যের কোম্পানির কর্তারা রয়েছেন। কিন্তু এই শোয়ের জন্য এই সাত সার্ক কত টাকা পারিশ্রমিক নেন জানেন?
অনুপম মিত্তল, সাদি ডট কম-র কর্তা
সাত সার্কের মধ্যে অন্যতম জনপ্রিয় সার্ক অনুপম মিত্তল। যিনি সাদি ডট কমের সহ- প্রতিষ্ঠাতা। সূত্রের খবর, অনুপম মিত্তল সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার জন্য দৈনিক ৮ লক্ষ টাকা পারিশ্রমিক নেন সোনি টিভির কাছ থেকে।
গাজল, মাম্মাস আর্থ-এর কর্ণধার
সাত সার্কের মধ্যে সবথেকে কনিষ্ঠতম সার্ক গাজল। তাঁর কোম্পানি ‘মাম্মাস আর্থ’ সদ্য বাবা-মা হয়েছেন এমন দম্পতির জন্য নানান রকম প্রডাক্ট তৈরি করে থাকেন। সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার জন্য গাজল দৈনিক ৮ লক্ষ টাকা নেন।
আমন গুপ্তা, বোট-এর কর্ণধার
বোট’র হেডফোন, স্পিকার তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাঁর কোম্পানির মতোই আমন নিজেও সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার দৌলতে এখন কার্যত তারকা উদ্যোগপতি। জানা গিয়েছে, সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে আমন দৈনিক ৯ লক্ষ টাকা নেন।
নমিতা থাপর, ‘ফার্মা’র সহ প্রতিষ্ঠাতা
দেশের তরুণ উদ্যোগপতিদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ নমিতা থাপর। সাত সার্কের মধ্যে উল্লেখযোগ্য নমিতা সার্ক ট্যাঙ্কের জন্য দৈনিক ৮ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
পীয়ুষ বানসাল, লেন্স কার্ট
লেন্স কার্টের চশমা কার্যত সব ভারতীয়র কাছেই অত্যন্ত পরিচিত একটি ব্যান্ড। বর্তমান সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারকেদের মধ্যে পীয়ুষও খুবই জনপ্রিয়। সাধারণত বেশিরভাগ নতুন উদ্যোক্তা পীয়ুষকে বিনিয়োগকারী হিসেবে নিজেদের কোম্পানিতে চান। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, পীয়ুষ সার্ক ট্যাঙ্কের জন্য দৈনিক ৭ লক্ষ টাকা নিয়ে থাকেন।
বিনীতা সিংহ, সুগার কসমেটিক্স
অনলাইন বিউটি প্রডাক্ট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা বিনীতা সিংহ। সার্ক ট্যাঙ্কের বিচারক হিসেবে বিনীতা রোজ ৫ লক্ষ টাকা নেন।
আশনির গ্রোভর, ভারত-পে
সার্ক ট্যাঙ্কে কার্যত অত্যন্ত কড়া মেজাজের সার্ক বলেই পরিচিত আশনির। তাঁর কিছু কিছু মন্তব্য থেকে ইতিমধ্যে বিতর্কও তৈরি হয়েছে। সাত সার্কের মধ্যে সবথেকে ‘দামি’ সার্ক আশনির। সূত্রের দাবি, শোয়ের জন্য রোজ ১০ লক্ষ টাকা নেন আশনির।
Comments are closed.