দেশে এই প্রথম, আমদাবাদ বিস্ফোরণ কাণ্ডে একসঙ্গে ৩৮ জনকে ফাঁসির আদেশ আদালতের

২০০৮ সালের ২৬ জানুয়ারি পরপর ১৯ টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছিল আমদাবাদ শহর। নারকীয় ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে তাজা। বিস্ফোরণের ১৪ বছর পর অভিযুক্তদের সাজা ঘোষণা করল আদালত। মোট অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আরও ১১ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৩৮ জনকে কোনও আদালত ফাঁসির নির্দেশ দিল। 

২০০৮ সালের ওই সিরিয়াল ব্লাস্টে ৫৬ জন নিহত হয়েছিলেন, আহতের সংখ্যা ছিল ২০০-এরও বেশি। ঘটনার তদন্তে নেমে মোট ৪৯ জনের নামে রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা। গত ৮ ফেব্রুয়ারি ওই ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন তাঁদের সাজা ঘোষণা করা হয়। 

উল্লেখ, বিস্ফোনের প্রধান টার্গেট ছিল আমদাবাদ শহরের হাসপাতালগুলি। ব্লাস্টে শুধু মাত্র আমদাবাদ সিভিল হাসপাতালেরই ৩৭ জন প্রাণ হারান। সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দেয়। জঙ্গী গোষ্ঠীর তরফে জানানো হয়েছিল, ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। 

Comments are closed.