এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। কিন্তু জানা গেল পরীক্ষার সূচিতে কিছু বদল করা হয়েছে।
১৩ এপ্রিল যে সব পরীক্ষাগুলি ছিল, তা হবে ১৮ এপ্রিল। অন্যদিকে ১৬ এপ্রিলের পরীক্ষা হবে ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তা হবে ২৫ এপ্রিল। ২০ এপ্রিলের অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একথা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, জেইই মেনের জন্য পরীক্ষায় এই রদবদল করা হয়েছে। উল্লেখ্য, এইবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল আর শেষ হবে ২৬ এপ্রিল। কয়েকদিন আগেই জানানো হয়েছিল পরীক্ষা অফলাইনে হলেও একটি বেঞ্চে দুজন করে বসাতে হবে। কেউ কোভিড সংক্রমিত হলে উত্তর পত্রের খাতা আলাদা করে রাখতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকায় আরও বলা বলা হয়েছে, কোভিড বিধি মেনে পরীক্ষা হবে স্কুলেই। বলা হয়েছে, প্রতিটি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও কোভিডের মতন সংক্রামক কিছু হলে সেই পরীক্ষার্থীকে আলাদা বসাতে হবে।সংক্রমিতরোগীদের পরীক্ষার খাতাও আলাদা করে রাখতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
Comments are closed.