যতক্ষন না আনিসের হত্যাকারীরা শাস্তি পাচ্ছে, আমাদের লড়াই চলবে; জেল থেকে বেরিয়ে হুঁশিয়ারি মীনাক্ষীর 

১০ দিন পর মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জি। আর জেলা থেকে বেরিয়েই ফের পুরনো মেজাজে হুঙ্কার ছেড়েছেন বাম যুব নেত্রী। তিনি সাফ জানান, আনিস খান হত্যায় দোষীরা যতদিন না শাস্তি পাচ্ছেন তাঁদের এই আন্দোলন চলবে। 

বেশ কয়েকবার মিনাক্ষীদের জামিনের আবেদন বাতিল হওয়ার পর সোমবার তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও সেদিন সময় হয়ে যাওয়ার মঙ্গলবার জেলা থেকে ছাড়া পান তাঁরা। আর এদিন বেরিয়েই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাম নেত্রী। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে বলেন, বামপন্থীরা আন্দোলন করলেই তাঁদের জেলে যেতে হয়। এটাই ঐতিহ্য। জেলের ভয় দেখিয়ে আমাদের কখনও দমিয়ে দেওয়া যায়নি। 

মঙ্গলবার মিনাক্ষীর মুক্তি পর তাঁকে নিয়ে রাসবিহারীতে মিছিলের পরিকল্পনা করে বাম ছাত্র-যুবরা।  আর এই মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজনকে এদিন গ্রেফতার করে লাল বাজারে নিয়ে যাওয়া হয়। 

আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে গত ২৬ জানুয়ারি হাওড়া গ্রামীন পুলিশ সুপারের অফিস অভিযান করে বাম ছাত্র-যুব সংগঠন। বামেদের অভিযানকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ সুপারের অফিস চত্বর। আন্দোলনকারীদের ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে অভিযোগ। এই ঘটনায় মীনাক্ষী সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে এদিন তাঁরা মুক্তি পেলেন। 

Comments are closed.