নিজের উচ্চাকাঙ্খা পূর্ণ করার জন্যই তৃণমূলে গেছেন, ওঁর চলে যাওয়া বিজেপির জন্য মঙ্গল; জয়প্রকাশকে তুলধনা লকটের
জয়প্রকাশ মজুমদারের তৃণমূলের যোগদানের পরেই সবথেকে বেশি যে যে নামটি নিয়ে জল্পনা শুরু হয়েছে সেটি হল লকেট চ্যাটার্জি। বিজেপি সাংসদও তৃণমূলে যেতে পারেন বলে গুঞ্জন রাজ্য রাজনীতিতে। তবে সে সব জল্পনা উড়িয়ে দকবদলু জয়প্রকাশকে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন লকেট। বলেন, ওঁর ব্যক্তিগত কিছু এজেন্ডা ছিল, সে সব উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে তৃণমূলেরই শরণাপন্ন হয়েছেন। তাঁর কটাক্ষ, জয়প্রকাশ চলে যাওয়াতে বিজেপির মঙ্গলই হয়েছে।
এখানেই না থেমে লকেট জয়প্রকাশকে সুবিধাবাদী বলেও তোপ দেগেছেন। তাঁর কথায়, উনি কোনও দিনও দলের অনুগত সৈনিক ছিলেন না।
সোমবারই জয়প্রকাশ মজুমদার সহ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীদের নিয়ে গোপন বৈঠক করেন লকেট চ্যাটার্জি। আর তার ২৪ ঘন্টার মধ্যেই ঘাসফুল শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন জয়প্রকাশ। মঙ্গলবার এই বৈঠক নিয়েও মুখ খুলেছেন বিজেপি সাংসদ। বলেন, ওঁকে বার বার বুঝিয়েছিলাম দল না ছাড়ার জন্য। কিন্তু উনি সেটা শোনেনি। দলের এই খারাপ সময়ে উনি ছেড়ে চলে গিয়েছেন। যদিও তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না।
এদিকে তৃণমূলে যোগ দিয়েই রাজ্যের সহ সভাপতি হয়েছেন জয়প্রকাশ। দলনেত্রী মমতা ব্যানার্জি নিজে তাঁর নাম ঘোষণা করেছেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের পর রাজ্য বিজেপির যে রক্তক্ষরণ শুরু হয়েছিল তা যে থামার লক্ষণ নেই, জয়প্রকাশের দলত্যাগ আবারও সেটা প্রমাণ করল।
Comments are closed.