মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি উত্তরপ্রদেশে, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি

উত্তরপ্রদেশে নিষিদ্ধ মদ। নিয়ম ভাঙলেই কড়া শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা জারি করেছে সেই রাজ্যের আবগারি দফতর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ভোটের ফলাফল প্রকাশের দিন। আর ঠিক এর আগের দিনেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে উত্তরপ্রদেশে।

ভোটের ফলাফলের কথা মাথায় রেখেই মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। তবে শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবার থেকে ফের রাজ্যের প্রতিটি মদের দোকানেই পাওয়া যাবে মদ। ভোটের ফলাফলের দিন বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, ভোটের ফলাফল গণন হতেই দেখা যায়, এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চিন্তায় রয়েছে বেশকিছু মদের কোম্পানি। কারণ কিছু মদ বানাতে দরকার পড়ে গম ও বার্লির। আর তা সবথেকে বেশি রফতানি করে রাশিয়া ও ইউক্রেন।

Comments are closed.