আসানসোল থেকে অভিনেতা তথা দীর্ঘ দিনের রাজনীতিক শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে কার্যত চমক দিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রচার শুরু করবেন ‘বিহারী বাবু’। ইতিমধ্যেই তাঁর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে আসানসোলের তৃণমূল নেতৃত্ব। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে, বাবার হয়ে আসানসোলে প্রচারে আসছেন বলিউডের প্রথমসারির নায়িকা সোনাক্ষী সিনহা।
সূত্রের খবর, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে আসানসোলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলে তাঁর থাকার জন্য একটি বাড়ির খোঁজ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে দিন দু’য়েকের মধ্যেই আসানসোল এসে পৌঁছবেন তিনি।
এদিকে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, নিজের কেন্দ্রে প্রচারের পাশপাশি তিনি আসানসোলেও যাবেন শত্রুঘ্ন সিনহার প্রচারে। দীর্ঘ দিন সেখানকার সাংসদ থাকায় বাবুলের প্রচারে যাওয়ায় তৃণমূল বাড়তি সুবিধা পাবে, এমনটাই মতো ঘাসফুল শিবিরের একাংশের।
উল্লেখ্য আসানসোল, বালিগঞ্জ দুই কেন্দ্রেই এখনও প্রার্থী ঘোষণা করেনি রাজ্য বিজেপি। যদিও দুই কেন্দ্রের জন্য নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করেছে গেরুয়া শিবির। আসানসোলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ অর্জুন সিংহকে।
Comments are closed.