মানবিকতার নজির এক অটোচালকের, যাত্রীর ফেলে যাওয়া লক্ষাধিক টাকা, দামী জিনিস ফিরিয়ে দিলেন তিনি

মানবিকতাতার নজির গড়লেন এক অটোচালক। তাঁর সততায় হারানো নগদ দুই লক্ষ টাকা সহ ল্যাপটপ ফেরত পেলেন সুরজিৎ সাহা নামের এক যাত্রী। মহেশতলা থানা এলাকার ওই অটোচালকের নাম শেখ রবিয়াল।

মঙ্গলবার রাটে বজবজ পায়েস্তার মোড় থেকে মহেশতলার দিকে সস্ত্রীক অটোতে চেপেছিলেন নুঙ্গি পারবাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন সুরজিৎ সাহা। অফিস থেকে ফিরছিলেন বলে তাঁর ব্যাগের মধ্যে ছিল ল্যাপটপ। এছাড়াও নগদ দুলক্ষ টাকা ও দরকারি কিছু কাগজপত্রও ছিল ব্যাগে।

অটো থেকে নামার সময় ওই ব্যাগ রেখে চলে আসেন তিনি। বাড়িতে পৌঁছে ব্যাগের কথা খেয়াল হয় সুরজিৎ সাহার। তিনি খবর দেন বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায়। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দুই থানার পুলিশ। কিন্তু কোন অটো তা বুঝতে পারেনি পুলিশ।

বুধবার সকালেই অটোচালক শেখ রবিয়াল মহেশতলা থানায় সুরজিতের ব্যাগটি নিয়ে সশরীরে হাজির হন। তিনি জানান সব কথা পুলিশকে। থানার পুলিশকে তিনি জানান, যা আমার নয়, আমি কেন নিয়ে নেব? এক অটোচালকের এই সততায় খুশি হয় থানার পুলিশ।

মহেশতলা থানার পুলিশ তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনার দেয়। সুরজিৎবাবুও অটোচালক শেখ রবিয়ালকে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন।

Comments are closed.