প্রবল তুষারঝড়ে ১৫ কিমি হেঁটে আটকে থাকা ১৬ জনকে উদ্ধার ভারতীয় জওয়ানদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বরফে আটকে থাকা দলকে উদ্ধার করল ভারতীয় সেনা। বরফে ঢাকা প্রায় ১৫ কিলোমিটার পথ হেঁটে আটকে থাকা দলকে উদ্ধার করলেন তাঁরা। জম্মুর সিনথান পাস এলাকায় আটক পড়েছিল ১৬ জনের দলটি। জম্মুর পিআরও ডিফেন্সের পক্ষ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। পরপর দুটি টুইট করা হয়েছে। লেখা হয়েছে, প্রতিকূল আবহাওয়ায় ভারতীয় সেনারা কাজ করেছেন। প্রবল তুষারপাতকে উপেক্ষা করে আটকে থাকা মানুষদের উদ্ধার করেছেন তাঁরা। অপর একটি টুইটে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, হঠাৎ করে বরফ পড়তে শুরু করে। বন্ধ হয়ে যায় রাস্তা। গাড়ি ঢেকে যায় বরফে। নিরাপদ স্থানে ফিরে আসার জন্য চিন্তা শুরু হয়। স্থানীয় কয়েকজন অধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেই দেখা যায় ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভারতীয় সেনা বাহিনীর একটি দল। ১৫ কিলোমিটার পথ হেঁটে তাঁরাই উদ্ধার করে ওই দলকে। দীর্ঘক্ষণ বরফে থাকার ফলে শরীর খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় সেনা বাহিনী প্রয়োজনীয় ওষুধ ও খাবার দিয়ে তাঁদের সুস্থ করে তোলেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া দলের একজন।

ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া ১৬ জনই। জম্মুর পিআরও ডিফেন্সের এই টুইট দেখে মুগ্ধ নেটিজেনরা। তাই অজস্র ধন্যবাদ দিয়েছেন তিনি। ভারতীয় সেনার এই মানবিক রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা।

Comments are closed.