২৩ এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার বীভৎসতায় কার্যত শিউরে উঠেছে গোটা দেশ। ঘটনার পরেই যোগী রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। এবার জাতীয় মানবাধিকার কমিশনে যাচ্ছে ঘসফুল শিবির। তৃণমূল সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা নাগাদ NHRC-এর চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, ললিতেশ ত্রিপাঠি, সকেত গোখলে।
তৃণমূল সূত্রে খবর, ঘটনাস্থলে গিয়ে তাঁরা কী দেখেছেন, আক্রান্ত পরিবারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে কী জানতে পেরেছেন, সে সমস্ত কিছু রিপোর্ট আকারে জাতীয় মানধিকার কমিশনের চেয়ারপার্সনের কাছে জমা দেবে তৃণমূলের প্রতিনিধি দল। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানাবেন তাঁরা।
উল্লেখ্য, এই রাজ্যে বেশকিছু ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছে। তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, অ-বিজেপি রাজ্যগুলিতে কোনও ঘটনা ঘটলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সহ জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়ে ওঠে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঠিক উল্টো ভূমিকা দেখা যায় কমিশনের। সেই সঙ্গে গত সপ্তাহে হাঁসখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। ঘটনাস্থল ঘুরে দেখে বিজেপির প্রতিনিধি দলও NHRC-এর কাছে রিপোর্ট দিয়েছিল।
Comments are closed.