দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললে, উত্তরবঙ্গে কেন স্কুল বন্ধ থাকবে? গরমের ছুটি নিয়ে তোপ দেগে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপির শংকর
প্রবল তাপপ্রবাহে কার্যত ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ। এই অবস্থায় পড়ুয়াদের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য। বুধবারই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী ২-মে থেকে সমস্ত স্কুল, কলেজ গরমের ছুটতে বন্ধ থাকবে। আর রাজ্যের এই ঘোষণাতেই বেজায় চটেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি এবার পৃথক রাজ্যের দাবিতেও সরব হয়েছেন তিনি।
বিজেপি বিধায়কের কথায়, দক্ষিণবঙ্গে তীব্র গরম থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়া মনরোম। উত্তরবঙ্গে গরমের ছুটি ঘোষণা করার কোনও মানেই হয়না। শংকরের তোপ এই ধরনের এক তরফা প্রশাসনিক সিদ্ধান্ত দেখেই মনে হয় উত্তরবঙ্গ বার বার বঞ্চিত হচ্ছে। এখানে কিছু হলে দেখতে আসার লোক পাওয়া যায়না। উত্তরবঙ্গকে বার বার বঞ্চিত করা হচ্ছে। আমরা মনে হয় সমস্ত উত্তরবঙ্গবাসীকে এক হয়ে পৃথক রাজ্যের দাবি তুলতে হবে।
তবে বিজেপি বিধায়কের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের কথায়, প্ররোচনা দিচ্ছেন বিজেপি বিধায়ক। একই রাজ্যের ক্ষেত্রে কখনও পৃথক সিদ্ধান্ত হতে পারে না। বিজেপি বিধায়কের দাবি অযৌক্তিক।
Comments are closed.