মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা শেষ করতে সাহায্য করবে রাজ্য। ডাক্তারি পড়ুয়াদের MBBS কোর্সে সামিল করতে চেয়ে কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রের ন্যাশনাল মেডিক্যাল কমিশন ছাড়পত্র না দেওয়ায় এমবিবিএস কোর্সে অন্তুর্ভুক্ত করা যায়নি। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউক্রেন ফেরত পড়ুয়াদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সে ব্যাপারটি দেখবেন। সেই মতোই কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারি পড়ুয়ারা রাজ্যের হাসপাতালেই প্রাক্টিক্যাল ক্লাস করতে পারবেন। বুধবার এই মর্মে বিজ্ঞাপন দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
বিজ্ঞাপন অনুযায়ী, প্রাক্টিক্যাল ক্লাস বা অবজার্ভরশিপের জন্য আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। ডেন্টিস্টরাও ডেন্টাল হাসপাতালে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ইউক্রেন থেকে ৪০৯ জন ডাক্তারি পড়ুয়া রাজ্যে ফিরেছেন। যাঁদের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্ররের সংখ্যা ৩০৭ জন। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই এখন অনলাইনে ক্লাস করছেন। ইউক্রেনের সংশ্লিষ্ট বিদ্যালয় থেকেই সার্টিফিকেট পাবেন। তবে সমস্যা দেখা দিয়েছিল প্রাক্টিক্যাল ক্লাস নিয়ে। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগ নিল রাজ্য সরকার।
Comments are closed.