দাবি দাওয়া মানছে না কেন্দ্র! গণছুটির হুঁশিয়ারি ৩৫ হাজার স্টেশন মাস্টারের, ব্যাহত হওয়ার পথে ট্রেন পরিষেবা!
দীর্ঘ দিন ধরে কেন্দ্রের কাছে বেশ কয়েকটি দাবি দাওয়া পেশ করা হলেও তা মানা হচ্ছে না। এই অভিযোগে এবার অভিনব প্রতিবাদের পথে স্টেশন মাস্টারদের একাংশ। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে কার্যত রেল পরিষেবা স্তব্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। স্টেশন মাস্টারদের একটি সংগঠন সূত্রে খবর, দাবি দাওয়া না মানায় কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে একদিনে ৩৫ হাজার স্টেশন মাস্টার গণছুটির আবেদন করতে চলেছে। যার ফলে স্বাভাবিকভাবেই ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে।
All Indian Station Masters association বা AISMA নামে স্টেশন মাস্টারদের একটি সংগঠনের অভিযোগ, ২০২০ সাল থেকে কেন্দ্রের থেকে বেশ কিছু দাবি দাওয়া রাখা হলেও কেন্দ্র তা মানতে নারাজ। দু’বছর কেটে গেলেও মোদী সরকারের তরফে সে সব নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। যার প্রতিবাদে ৩১ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ওই দিন প্রায় ৩৫ হাজার স্টেশন মাস্টার একসঙ্গে ছুটির আবেদন করেছে।
সংগঠনের দাবি, শূন্য পদে কর্মী নিয়োগ, রেলের বেসরকারি করণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালু সহ কেন্দ্রের কাছে একাধিক দাবি জানানো হলেও তার কোনও সুরাহা হয়নি। তারই প্রতিবাদে এই গণছুটির আবেদন।
Comments are closed.