কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে আইনজীবী কপিল সিব্বল। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন পেশ কপিল সিব্বলের। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা ছিলেন কপিল সিব্বল।
লখনউয়ে অখিলেশ যাদবের হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ কপিল সিব্বলের। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন এই প্রাক্তন কংগ্রেস নেতা। সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার পর প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, যেই দলে থাকি না কেন, বিজেপির বিরোধিতা করেই যাব। ২৪ এ মোদীকে সরানোই মূল লক্ষ্য। ১৬ মে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
Comments are closed.