রোজই লাফিয়ে লাফিয়ে সব জিনিসের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধির জেরে কার্যত জেরবার আম জনতা। যদিও সম্প্রতি পেট্রোল-ডিজেলের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলেছিল সাধারণ মানুষের। কিন্তু জ্বালানির দাম কিছুটা কমলেও এবার বেড়ে যাচ্ছে বাইক, গাড়ি কেনার খরচ। যার ফলে স্বাভাবিক ভাবেই চাপে মধ্যবিত্ত। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক গাড়ির বিমার প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে জুন মাস থেকে গাড়ি, বাইকেরও দাম বাড়তে চলেছে।
গাড়ি, বাইকের ক্ষেত্রে থার্ড পার্টি ইনশিওরেন্স করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় অনুযায়ী ইনশিওরেন্সের প্রিমিয়াম না দিলে মোটা টাকার জরিমানাও দিতে হয়। সম্প্রতি কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই ইনশিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো হবে। জানা গিয়েছে, হাজার সিসির গাড়ির জন্য প্রিমিয়াম ধার্য করা হয়েছে ২ হাজার ৯৪ টাকা, গত অর্থবর্ষে যা ছিল ২ হাজার ৭২ টাকা। পাশপাশি দেড় হাজার সিসির গাড়ির জন্য এবার থেকে দিতে হবে ৩, ৪৪৬ টাকা, আগে যেখানে দিতে হতো ৩ হাজার ২২১ টাকা। সেই সঙ্গে ১৫০ থেকে ৩৫০ সিসির বাইকের জন্য ১ হাজার ৩৩৬ টাকা প্রিমিয়াম দিতে হবে। এভাবেই সিসি অনুযায়ী প্রিমিয়াম বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে নতুন গাড়ি অথবা বাইক কেনার কথা ভেবে থাকলে আপনার হাতে আর মাত্র দিন চারেক সময় রয়েছে। তারপরেই দাম বাড়তে চলেছে।
Comments are closed.