ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত, প্রথম শ্রুতি শর্মা, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম হলেন শ্রুতি শর্মা। সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করল। প্রার্থীরা upsc.gov.in-এ UPSC-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে ফলাফল জানতে পেরেছেন। এইবার এই পরীক্ষায় প্রথম ৩ জনের স্থান দখল করেছে মেয়েরা।

প্রথম স্থান পেয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় হয়েছেন অঙ্কিতা আগরওয়াল আর তৃতীয় হয়েছেন গামিনী সিঙ্গলা। এই পরীক্ষায় সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, যাঁরা সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাশ করেছে তাঁদের সকলকে অভিনন্দন। তাঁদের জন্য আমার শুভেচ্ছা রইল। ভারতের উন্নয়নে তাঁদের ভূমিকা থাকবে।

ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২১ সালের ১০ অক্টোবর। এর ফলাফল প্রকাশিত হয়েছিল ২৯ অক্টোবর। মেন পরীক্ষা ২০২০ সালে হয়েছিল। কোভিডের জন্য ফলাফল আটকে থাকার পর এই বছর ১ মার্চ ঘোষিত হয়। শেষ দফার পরীক্ষা শুরু হয়েছিল ৫ এপ্রিল, যা শেষ হয় ২৬ মে। সেই পরীক্ষার ফলাফল ঘোষণা হয় এদিন।

প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা সেন্ট স্টিফেনস কলেজ এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং একাডেমিতে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন।

Comments are closed.