কিংবদন্তি পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে অভিনব শ্রদ্ধা জ্ঞাপন করল গুগুল। আজ অর্থাৎ শনিবার গুগুলে গেলেই দেখা যাচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর ছবি। কোনও বিশিষ্ঠ মানুষকে শ্রদ্ধা জানাতে গুগুল তাঁদের ছবি দিয়ে থাকে সংস্থার লোগোর জায়গায়। ১৯২৪ সালের আজকের দিনেই আরেক কিংবদন্তি আইনস্টাইনকে নিজের তত্ত্বের কথা লিখে চিঠি দেন সত্যেন্দ্রনাথ বসু। সেই ঘটনাকেই স্মরণীয় রাখতে গুগুলের এই অভিনব উদ্যোগ।
পদার্থ বিদ্যায় কোয়ান্টম থিওরির ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলোর মধ্যে অন্যতম। কুড়ির দশকে ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’ তত্ত্ব বিশ্ব দরবারে সত্যেন্দ্রনাথ বসুকে পরিচিত দেয়। ‘বোসন কণা’র নামকরণই হয়েছে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে।
১৮৯৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পদার্থ বিজ্ঞানের পাশপাশি গণিতেও তাঁর অবদান অপরিসীম। একাধিকবার নোবেলের জন্য তাঁর নাম নির্বাচিত হলেও শেষ পর্যন্ত পাননি। ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত করে।
Comments are closed.