উত্তরবঙ্গ সফরের প্ৰথম দিনেই কর্মীসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। সেই সঙ্গে কেএলও নেতার ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নেতা আমায় ভয় দেখাচ্ছে, বাংলা ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। তারপরেই তৃণমূল নেত্রী অভিযোগ করেন, বিজেপির প্রশয়েই এগুলো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কামতাপুরি লিবারেশন (কিএলও)-এর প্রধান জীবন সিংহ একটি ভিডিও বার্তায় পৃথক রাজ্যের দাবি তোলেন। ওই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্ব পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, পৃথক রাজ্য গঠনের প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি বাধা দিতে এলে, বলপূর্বক কিছু করার চেষ্টা করা হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করে দেবে, রক্তের বন্যা বইবে। মুখ্যমন্ত্রী এদিন নাম না করে সেই প্রসঙ্গেই বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দেন।
গেরুয়া শিবিরের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির আরও অভিযোগ, ভোট এলেই বিজেপি ভাগাভাগির কথা বলে। এদিনের কর্মীসভা থেকে সিপিএম-কেও আক্রমণ শানিয়েছেন তিনি। বলেন, আগে উত্তরবঙ্গের জন্য কেউ কিছু করেনি। এখানে এসেছে আর ঘুরে বেরিয়ে চলে গিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মিসভা করেন তিনি। আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে সভা করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.