ক্যান্সারের চিকিৎসায় আরও সাফল্য। এবার এক ওষুধের নির্মূল হবে ক্যান্সারের মতন ব্যাধি। এমনই দাবি করা হয়েছে, মার্কিন গবেষকদের তরফে। রেক্টাল ক্যান্সার আক্রান্ত ১৮ জন রোগীর ওপর ৬ মাস ধরে পরীক্ষা করার পর দেখা গিয়েছে ক্যান্সারকে হারিয়ে সুস্থ জীবন-যাপন করছেন তাঁরা। যদিও এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেই জানিয়েছেন গবেষকরা।
নিউইয়র্কের টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডোস্টারলিম্যাব’ নামে এই ওষুধ যে ১৮ জন রোগীর ওপর প্রয়োগ করা হয়েছিল, তাঁদেরকে আগে কেমোথেরাপি ও রেডিয়েশন দেওয়া হয়েছিল। কাউকে অস্ত্রপচারো করা হয়। কিন্তু তাতেও রোগ না কমলে শুরু হয় ‘ডোস্টারলিম্যাব’ প্রয়োগ। এরপর দেখা যায় ৬ মাসের মধ্যে সুস্থ হয়ে গেছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২০ সালে ১০ লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ওষুধ ব্যবহার ছাড়পত্র পেলে বাজারে এর দাম হবে প্রতি ডোজে ৮.৫৫ লক্ষ টাকা।
Comments are closed.