টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নূপুর শর্মা নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও বিতর্ক যেন থামারই নাম নিচ্ছে না। বিজেপি নেত্রীর মন্তব্য বিতর্কে এবার জড়িয়ে পড়লেন অভিনেতা কঙ্গনা শর্মা। নূপুরের সমর্থনে তিনি সাফ জানিয়েছেন, এটা তো আফগানিস্তান নয়, যে কেউ স্বাধীনভাবে তাঁর মত প্রকাশ করতে পারে।
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, নূপুর শর্মাকে হুমকি দেওয়া হচ্ছে। অথচ হিন্দু দেবদেবীকে অপমান করলে আমরা আদালতের দ্বারস্থ হই। আমরা ভোটের দ্বারা নির্বাচিত একটি সরকার পরিচালিত রাষ্ট্রে রয়েছি। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। এটা আফগানিস্তান নয়। এখানে যে কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে। অনেকেই এটা ভুলে যাচ্ছেন। তাঁদের মনে করিয়ে দিতে চাই।
অন্যদিকে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আত্মঘাতী হামলার হুমকি চিঠি দিয়েছে আল-কায়দা জঙ্গী গোষ্ঠী। দিল্লি, মুম্বাই, গুজরাত, উত্তরপ্রদেশে হামলার হুঁশিয়ারি দিয়েছে আলকায়েদা। জঙ্গী সংগঠনের দাবি, বিজেপি নেত্রী তাঁর মন্তব্যের মাধ্যমে নবীকে অপমান করেছে।
Comments are closed.