দুদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান তিনি। শ্রীরামকৃষ্ণের সামনে গিয়ে প্রণাম করেন তিনি। কথা বলেন মহারাজদের সঙ্গে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
এদিন সকাল ১০ টা নাগাদ বেলুড় মঠে যান তিনি। মহারাজদের সঙ্গে একটি গড়িতে চেপে গোটা মঠ চত্ত্বর ঘুরে দেখেন।
প্রেসিডেন্ট মহারাজের কাছে যান। প্রণাম করেন তাঁকে। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে দেখে আনন্দিত হন মহারাজরা। এদিন বেলুড় মঠ জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যাবস্থা।
এদিন দুপুর ২ টোর সময় সায়েন্স সিটিতে রাজ্যের সব মণ্ডল সভাপতিদের নিয়ে এক সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর আরও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যা ৬ টার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
বেলুড় মঠের সঙ্গে সুসম্পর্ক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় এলে নরেন্দ্র মোদী বেলুড় মঠে যাওয়ার চেষ্টা করেন। বেলুড়ে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের সামনে ধ্যানে বসেন তিনি। কথা বলেন মহারজাদের সঙ্গে। এবার জেপি নাড্ডাকেও সেই ভূমিকায় দেখা গেল।
Comments are closed.