স্বস্তির খবর। আসছে বৃষ্টি। সোমবার বিকেলে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্র বিদ্যুৎ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকাল থেকে দুপুর পর্যন্ত চড়া রোদের তেজ বজায় থাকবে।
কিন্তু বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দিনভর কষ্ট পাওয়ার পর বিকেলের দিকে সাময়িক স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ বলেই সূত্রের খবর। ১৫ জুন থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানা গিয়েছে।
সোমবার ফের চড়া হয় তাপমাত্রার পারদ। তীব্র গরমের সঙ্গে আদ্রতাজনিত সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৮ শতাংশ। সাধারণত কলকাতায় বর্ষা আসে ১১ জুন। চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ করবে বাংলায় বলেই জানা গিয়েছে।
Comments are closed.