মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। বুধবার সকাল থেকেও আকাশের মুখ ভার। এই পরিস্থিতিতে খুশির খবর শোনাল হওয়া অফিস। জানা গিয়েছে, বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে সাধারণত বর্ষার প্রবেশ ঘটে ১১ জুনের মধ্যে। সে দিক থেকে এবারে কিছুটা বিলম্ব ঘটেছে বর্ষা আসায়। যদিও সম্প্রতি ঘূর্ণিঝড়ের ফলে মনে করা হচ্ছিল, এবারে সময়ের কিছুটা আগেই বর্ষা আসবে। যদিও বাস্তবে উল্টো পরিস্থিতিই দেখা গেল। বর্ষার বিলম্ব ঘটায় গরমে কার্যত পুড়তে হয়েছে দক্ষিণবঙ্গের লোকজনকে। এই পরিস্থিতিতে বর্ষার খবর নিঃসন্দেহে স্বস্তির।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবারের পাশপাশি বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। পাশপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় টানা পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কলিংপং-এ ভারী বৃষ্টির জেরে ধসেরও সতর্কতা জারি করা হয়েছে।
Comments are closed.