হোটেলে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা, বাইরে তৃণমূলের বিক্ষোভ; গুয়াহাটিতে তুমুল হইচই 

বিজেপি শাসিত অসমের রাজধানী গুয়াহাটির এক হোটেলে ঘাঁটি গেড়ে রয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কেরা। অভিযোগ, সেখান থেকেই মহারাষ্ট্রের সরকার ফেলার ছক কষছে পদ্ম শিবির। এই আবহে বৃহস্পতিবার সকালে গুয়াহাটির সেই হোটেলের বাইরে পৌঁছে যায় একদল তৃণমূল নেতা কর্মী। অসমের তৃণমূল নেতা রিপুন বোরার নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাও ভ্যাবাচ্যাকা খেয়ে যান। কিন্তু হঠাৎ তৃণমূলের এই বিক্ষোভের কারণ কী? 

তৃণমূলের তরফে অভিযোগ, অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। হাজার হাজার মানুষ বন্যা কবলিত। অনেক জায়গাতেই ঠিক মতো ত্রাণ পাঠানো হচ্ছে না। বহু মানুষ পানীয় জল টুকুও পাচ্ছে না। অথচ অসম সরকারের সে দিকে কোনও নজর নেই। ঘাসফুল শিবিরের দাবি, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শিবসেনা বিধায়কদের নিয়েই ব্যস্ত। পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের কথায় বিক্ষুব্ধ শিবসেনা সিবিরকে হেমন্তই নিয়ন্ত্রণ করছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভুলে পার্টির কাজ করছেন বলে হেমন্ত বিশ্বশর্মাকে কটাক্ষ করেছে অসম তৃণমূল। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপির ইন্ধনে মহারাষ্ট্রের যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে,শুরু থেকেই তার বিরোধিতা করে এসেছে তৃণমূল। গুয়াহাটির হোটেলের সামনে এদিনের বিক্ষোভ তারই একটি অংশ। যদিও এদিন কিছুক্ষণ পরই বিক্ষোভ তুলে নেয় তৃণমূল। 

Comments are closed.