অপনারা বিজেপিকে ‘খামোশ’ করে দিয়েছেন; শত্রুঘ্ন-র উপস্থিতিতে পদ্ম শিবিরকে খোঁচা মমতার 

উপনির্বাচনে আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। জয়ের জন্য আসানসোল বাসীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার একটি কর্মীসভা করেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই শত্রুঘ্ন সিনহার বিখ্যাত সংলাপেই বিজেপিকে খোঁচা দেন তৃণমূল নেত্রী। বলেন, আপনারা শুধু আসানসোলকে জেতাননি। বিজেপিকেও ‘খামোশ’ করে দিয়েছেন। 

২০১৪ এবং ২০১৯ দু’বারই বিজেপির টিকিটে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন আসানসোল থেকেই। বাবুল বিজেপি ও সাংসদ পদ ছাড়ার পর সেই কেন্দ্র থেকেই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। এদিন বাবুলের বিজেপি ত্যাগ নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। বলেন, বাবুলকে বিজেপির পছন্দ হয়নি। ও এখন বালিগঞ্জের বিধায়ক। 

কটাক্ষের পাশপাশি এদিন সমাজকর্মী তিস্তা শেতলবাদ এবং সাংবাদিক মহম্মদ জুবেইরের গ্রেফতারি নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। বিজেপি নেত্রী নূপুর শর্মার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের নেতারা ধর্ম নিয়ে মিথ্যে বলেন, ঘৃণা ছড়ান, তা সত্ত্বেও আপনারা তাঁদের গ্রেপ্তার করেন না। সম্পূর্ণ নীরব থাকেন। আপনারা খুন করলেও চর্চা হয় না। আমরা কথা বললেই খুনি বানিয়ে দেন! তারপরেই মুখ্যমন্ত্রীর তোপ, জুবেইরকে কেন গ্রেপ্তার করলেন? তিস্তাকে কেন গ্রেপ্তার করা হল? ওঁরা কী করেছেন? 

এদিন বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাজ্য সরকারেরও একাধিক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.