চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উত্তর-মধ্য রেলওয়েতে প্রচুর শূন্যপদে লোক নেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, দশম শ্রেণী পাশ করলেই চাকরির জন্য আবেদন করা যাবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
উত্তর-মধ্য রেলওয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অ্যাপ্রেনটিস পদে একাধিক নিয়োগ করা হবে। rrcpryj.org এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। উল্লেখিত ওয়েবসাইটে গিয়েই নিয়োগের জন্য আবেদন করা যাবে। ১ আগস্ট আবেদনের শেষ তারিখ। মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআইও পাশ করতে হবে চাকরি প্রার্থীদের। ফিটার, পলাম্বার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার সহ একাধিক পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, চলতি মাসের প্রথম থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য। সংরক্ষিত শ্রেণী এবং মহিলাদের কোনও আবেদন ফি দিতে হবে না।
উত্তর-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে মোট ১৬৫৯ টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে প্রায়গরাজের জন্য ৭০৩ টি, ঝাঁসি ৬৬০ টি এবং আগ্রার জন্য ২৯৬টি। আবেদনকারীদের বয়েস ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের সঙ্গে সঙ্গে আইটিআই-এ পাশ করতে হবে। এবং নির্দিষ্ট ট্রেডে ৫০% মার্ক্স নিয়ে পাশ করতে হবে।
Comments are closed.