করোনার পর নতুন আতঙ্কের নাম ‘মারবার্গ’, ‘অতি সংক্রামক’ এই ভাইরাসে মৃত্যুর হার ৮৮ শতাংশ

বিশ্বজুড়ে বাড়ছে কোভিড সংক্রমিতের সংখ্যা। এরমধ্যেই নতুন এক ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ল। নতুন ভাইরাস মারবার্গ সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ২ জন। ঘানায় নতুন এই ভাইরাস সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, “অত্যন্ত সংক্রামক” ভাইরাসে সংক্রমিতদের মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে হতে পারে।

পশ্চিম আফ্রিকার এই দেশে আগেও ‘লাসা’ ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল। চিকিৎসকদের মতে, মারবার্গ ভাইরাসে সংক্রমিতদের জ্বর, বমি, মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ থাকে। এর আগে গায়ানায় এই ভাইরাসকে শনাক্ত করা গিয়েছিল। আফ্রিকায় উদ্বেগ জনকভাবে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস সংক্রমণের নতুন রূপ মারবার্গ বলে মনে করা হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ দশক আগে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে মারবার্গ সংক্রমণ প্রথম ধরা পড়ে। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় ১৯৭৬ সালে।

Comments are closed.