অপেক্ষার অবসান! সব ঠিক থাকলে সোমবারই শিয়ালদা থেকে মিলবে মেট্রো 

দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সোমবার থেকেই শিয়ালদায় মেট্রো পরিষেবা চালু হতে পারে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে তেমনটাই খবর। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উপস্থিতি থেকে নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন। অথবা ভার্চুয়ালিও কোনও কেন্দ্রীয় মন্ত্রী পরিষেবার সূচনা করতে পারেন। 

জানা গিয়েছে, পরিষেবা শুরু নিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি বোর্ডের সবুজ সঙ্কেত মিলেছে। শিয়ালদা স্টেশন এবং মেট্রো রেলের অন্দরেও পরিষেবা শুরু নিয়ে ব্যস্ততা তুঙ্গে। সব ঠিক থাকলে, সপ্তাহের শুরুতেই শিয়ালদা থেকে মেট্রো রেলের চাকা গড়াবে। 

গত ২৩ জুন কমিশনার অফ রেলওয়ে সেফটি’র তরফে যে অনুমতি মিলেছিল তার মেয়াদ শেষ হয়ে যায়। নিয়ম অনুযায়ী অনুমতি মেলার ৩ মাসের মধ্যে মেট্রো পরিষেবা শুরু করতে হয়। তাই জুন মাসেই ফের একবার অনুমতি চেয়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। সূত্রের খবর, সেই আবেদনের প্রেক্ষিতেই অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বোর্ড। 

উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল চলতি বছরের ১১ এপ্রিল শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। নানান কারণে তা হয়ে ওঠেনি। তারপর মাঝে একাধিক তারিখ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগামী সোমবারই অপেক্ষার অবসান হচ্ছে। 

Comments are closed.