হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাফির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘ দিন দেশের বাইরে রয়েছেন। এবার সেই বিজয় মালিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আদালতে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে ৪ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁকে ২ হাজার টাকার জরিমানাও করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানার টাকা জমা না দিলে তাঁকে আরও ২ মাস জেলে থাকতে হবে।
এদিন সাজা ঘোষণার সময় সুপ্রিম কোর্ট এও জানায়, ৬,২০০ কোটি টাকারও বেশি ঋণ খেলাফির অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। বার বার তাঁকে ঋণ পরিশোধের নির্দেশ দেওয়া হলেও তিনি তা শোনেননি। সেই সঙ্গে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তিনি তা অমান্য করে সন্তানদের ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, বার বার নির্দেশ অমান্য করলেও বিজয় মালিয়ার কোনও অনুশোচনা নেই। যে কারণেই তাঁকে সাজা ঘোষণা করা হল।
প্রসঙ্গত বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণখেলাপির অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ব্রিটেনে রয়েছেন। একাধিকবার তাঁকে দেশে ফেরানোর ইস্যু নিয়ে শাসক বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজা তৈরি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজয় মালিয়াকে দেশে ফেরানো যায় কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.