নিউ গড়িয়া-রুবি মেট্রোর ট্রায়াল রান এই মাসের শেষেই, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর কাজও প্রায় শেষ
শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। এরমধ্যেই মেট্রো সূত্রের খবর, খুব শীঘ্রই চালু হতে চলেছে গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো। এই মাসের শেষেই এই লাইনে ট্রায়াল রান শুরু হবে। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই এই রুটে মেট্রো চলাচল শুরু হবে।
কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত চলবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ-১ মেট্রো। গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো লাইনে রুবির কাছে একটা জট দেখা দিয়েছিল। সেই জট খুলে যেতে চলেছে খুব শীঘ্র। এরপরেই ট্রায়াল রান শুরু হবে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রীরা। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চললে ওই চত্বরের অফিসযাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ৩২ কিলোমিটারের মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত পড়ছে ৫টি স্টেশন। রুবি মোড়ের স্টেশনটির নাম দেওয়া হয়েছে হেমন্ত মুখার্জি স্টেশন।
অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজও প্রায় শেষের দিকে। ২০২৩ সালের মধ্যে এই লাইনের মেট্রোর কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.