এবারের ভিড় সব রেকর্ডকে ছাপিয়ে যাবে, বলছে তৃণমূল; ২১ জুলাই কোন কোন রুট দিয়ে মিছিল এসে পৌঁছাবে ধর্মতলায়
দু’বছর পর পুরোনো জায়গায় ২১ জুলাই করছে তৃণমূল। যা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। একদিকে ২ বছরের বিরতি, অন্যদিকে একুশের বিধানসভা ভোটে দলের রেকর্ড জয়। সব মিলিয়ে এবারের সমাবেশ নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে ঘাসফুল শিবিরের। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এবারে সমাবেশের ভিড় অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। ফলে এদিন তীব্র যানজটেরও আশঙ্কা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৯ টি রুট থেকে মিছিল এসে ধর্মতলার সভাস্থলে মিলিত হবে। কোন কোন রুটে মিছিল আসবে?
শ্যামবাজার পাঁচ মাথার মোড়
শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় মিছিল আসবে।
হাজরা মোড়
হাজরা মোড়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলায় আসবে।
হাওড়া ব্রিজ
হাওড়া ব্রিজ থেকে শুরু করে স্ট্যান্ড রোড, কিংসয়ে রোড, মেয়ো রোড, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে ধর্মতলায় মিছিল আসবে।
AJC বোস রোড
AJC বোস রোড থেকে মৌলালি মোড়, এসেএন ব্যানার্জি রোড ডেরিনা ক্রসিং হয়ে ধর্মতলায়।
পার্ক সার্কাসের মোড়
পার্ক সার্কাসের মোড় থেকে সুরাওয়ার্দী অ্যাভিনিউ, ফিলিপ্স মোড় সিআইটি রোড মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং
চড়িয়ামোড়
চড়িয়ামোড়, বিটি রোড, দমদম রোড, নর্দান অ্যাভিনিউ, রাজা মণীন্দ্রনাথ রোড, বেলগাছিয়া রোড
Comments are closed.