আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে কলকাতায়, কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া, জানুন

সকাল থেকেই রোদ-ছায়ার খেলা চলছে শহর জুড়ে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবেই। এরফলে গরম থেকে স্বস্তি মিলবে না।কলকাতায় চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলেই জানা গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এদিকে ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। উল্লেখ্য, আইএমডির তরফে পশ্চিমবঙ্গ সহ সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ডে ২৫ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে।

Comments are closed.