মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চ্যাটার্জি 

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চ্যাটার্জিকে। গ্রেফতারের ৬ দিন পর রাজ্য সরকারের সমস্ত পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত  নিল রাজ্য। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ মুখ্যসচিব নোটিস দিয়ে জানিয়ে দেন, পার্থ চ্যাটার্জিকে অপসারণের কথা। 

প্রসঙ্গত তিনটে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি। শিল্প, তথ্য ও প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আপাতত সমস্ত দফতরের দায়িত্ব তিনি নিজে সামলাবেন। সরকারের সমস্ত দায়িত্ব থেকে পার্থকে সরানোর পর প্রশ্ন উঠছে তাঁর দলীয় পদগুলো নিয়ে? বৃহস্পতিবার বিকেল ৫ টায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং ডেকেছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূলের এক সূত্রের খবর, সরকারের পর এবার দলের সমস্ত পদ থেকেও পার্থ চ্যাটার্জিকে সরানো হতে পারে। যদিও এ উত্তর পাওয়া যাবে, শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের শেষে। 

Comments are closed.