যাত্রী স্বাছন্দে বিশেষ নজর রেলের। দেশের প্রায় ৪০ টি স্টেশনে তৈরি হচ্ছে আধুনিক মানের মিনি শপিং মল। রেল মন্ত্রক সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই নির্দিষ্ট ৪০টি রেল স্টেশনের জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে।
এতদিন রেল স্টেশনগুলোতে হরেকরকম পণ্যের দোকান থাকলেও সেই অর্থে কোনও শপিং মল ছিল না। তবে শিয়ালদহ স্টেশনের আধুনিকরণের কাজ হওয়ার পর সেখানে একাধিক পণ্যের শোরুম খোলা হয়েছে। জামা কাপড় থেকে শুরু করে ছাতা, নানান জিনিস মিলছে মলগুলোতে। এবার কিছুটা সেই ধাঁচেই স্টেশনগুলোতে শপিং মল গড়া হবে।
জানা গিয়েছে, বেসরকারি এবং সরকারি যৌথ উদ্যোগে মলগুলি গড়ে তোলা হবে। রেল যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও ওই মলে গিয়ে কেনাকাটা করতে পারবেন। জিনিস পত্রের পাশপাশি ফুড কোর্টও রাখা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রয়াগরাজ স্টেশনের জন্য ৯৬০ কোটি, লখনৌয়ের জন্য ৪৯৪ কোটি, গোয়ালিয়র স্টোসনের জন্য ৫৪৫ কোটি সহ আর একাধিক স্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। রেল সূত্রে খবর, মূলত স্টেশনগুলোর ছাদে এই মল তৈরি হবে।
Comments are closed.