রাখিতেও দিদি-মোদি। বাজারে এখন ছড়াছড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র ছবি ওয়ালা রাখি। বিক্রেতা দের দাবি বেশ ভালোই বিক্রি হচ্ছে এই রাখি। দুই রাখির দাম
একই রেখেছেন বিক্রেতারা। ১০ টাকা দিলেই পাওয়া যাচ্ছে মোদী-রাখি বা দিদি-রাখি। যাঁর যেমন পছন্দ নিলেই হল।
কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোর বাজারে দেখা যাচ্ছে এই রাখি। বিক্রেতারা মজা করে দাবি করেছেন, কোন রাখি বেশি বিক্রি হয়, তার ওপর নির্ভর করবে, করবে কে জনপ্রিয়তা শীর্ষে। তবে এখনও পর্যন্ত কার রাখি বেশি সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি বিক্রেতারা। আবার অনেক বিক্রেতা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা বিক্রি হয়েছে, তাতে কিন্তু প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একে অন্যকে টক্কর দিচ্ছেন।
১১ ই আগস্ট রাখি বন্ধন উৎসব। সেই উপলক্ষ্যে বাজারে দেদার বিকোচ্ছে হরেক রকম রাখি। এরমধ্যেই নজর কেড়েছে মোদি মমতা রাখি। গত কয়েকবছর ধরে রাখির বাজার গরম করছে মোদি মমতা রাখি। রাখিবন্ধনের মাধ্যমে রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও তাঁদের দলের নেতা-নেত্রীর মুখের ছবি দিয়ে তৈরি রাখি কিনে নিয়ে যাচ্ছেন জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে। রাজনীতি পুরোপুরি অবশ্য মোছা যাচ্ছে না।
Comments are closed.